ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

হুতি বিদ্রোহীদের ক্ষেপনাস্ত্র আকাশেই ধ্বংসের দাবি সৌদির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৩, ২৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোঁড়া দুইটি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে সৌদি-আরব। আরব দুনিয়ার দরিদ্র এই দেশটির উপর বিমান হামলা চালানোর প্রতিবাদে হুতি বিদ্রোহীরা রিয়াদ লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, গত কয়েক মাস ধরেই হুতি বিদ্রোহীরা সৌদি বিমান হামলার প্রতিবাদে দেশটির বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়ে আসছে।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রত্যক্ষদর্শী জানায়, গত রোববার দেশটির রিয়াদে অন্তত ৬টি বিস্ফোরণের শব্দ শুনা গেছে। তা ছাড়া ওই সময় তীব্র আলো প্রজ্জ্বলিত হয়েছে বলেও দাবি করেন ওই প্রত্যক্ষদর্শী।

এদিকে সৌদি-কোয়ালিশন জোটের মুখপাত্র তুর্কী আল মালিকি এক বিবৃতিতে বলেন, সৌদির বিমান বাহিনী হুতি বিদ্রোহীদের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র ভূপাতিত করে। এর মধ্যে কিছু ক্ষেপনাস্ত্র আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালায় বলে দাবি করেছেন মালিকি।

এদিকে হুতি বিদ্রোহীদের মুখপাত্র মুহাম্মদ আবদুল সালামের বরাত দিয়ে আল মায়াদিন টেলিভিশন জানিয়েছে,যতদিন পর্যন্ত সৌদি আরব দেশটির উপর আগ্রাসন চালাবে ততদিন পর্যন্ত তারা সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়ে যাবে।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি