ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

হুথি বিদ্রোহীদের দখলে থাকা ৩ রাডার সাইট ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৪:৩১, ১৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:৩১, ১৩ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র নিক্ষেপের জবাবে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের দখলে থাকা উপকূলের তিনটি রাডার সাইট ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। বুুধবার মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট বারাক ওবামা ও প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টারের অনুমোদন নিয়ে অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতে আন্তর্জাতিক রুটে মার্কিন বাণিজ্যিক কিংবা যুদ্ধজাহাজ চলাচল ব্যহত করলে একই ধরণের জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার করেছে পেন্টাগন। সম্প্রতি ইয়েমেন উপকূলে থাকা মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে, তিনটি হামলাই ব্যর্থ হয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এ’ হামলা চালিয়েছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি