ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

হ্যাট্টিক শপথ নিলেন কেজরিওয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৩, ১৬ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৩:৩৭, ১৬ ফেব্রুয়ারি ২০২০

যে মঞ্চ থেকে রাজনৈতিক জীবনের হাতেখড়ি হয়েছিল, রাজধানীর সেই রামলীলা ময়দানের মঞ্চেই টানা তৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে পদে শপথ নিলেন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল। আগামি পাঁচ বছরের জন্য দিল্লির সুশাসনের দায়িত্বভার কাঁধে তুলে নিলেন তিনি। খবর ইন্ডিয়া এক্সপ্রেসের।

এদিনই শপথ নেন তার মন্ত্রীসভার বাকি সদস্যরাও। ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নেন, মণীশ সিসোদিয়া, গোপাল রাই, কৈলাশ গেহলট ও ইমরান হুসেন।

শপথের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, ‘গত পাঁচ বছর দল দেখে নয়, সবার জন্য উন্নয়নের কাজ করেছি। রাজনীতিকে বড় করে দেখিনি। আগামী পাঁচ বছরও সবাই একযোগে দিল্লির উন্নয়নের কাজ করব। এখন থেকে ২ কোটি দিল্লিবাসী আমার পরিবারের সদস্য। তাই সমস্য়া হলে আমাকে বলতে দ্বিধা করবেন না।’

শপথ অনুষ্ঠান উপলক্ষে এদিন সকাল থেকেই দিল্লিবাসীর উচ্ছ্বাস নজরে পড়ে। জয়ের পরই কেজরিওয়াল জানিয়েছিলেন ‘এই জয় দিল্লিবাসীর’। শপথেও দিল্লির বাসিন্দাদের যোগদানের জন্য আবেদন জানায় আপ নেতৃত্ব।

রাজধানীর বিভিন্ন জায়গায় পোস্টার দিয়ে মানুশের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া হয়। ১২টি এলইডি জায়ান্ট স্ক্রিনেও ধারণ করা হয় শপথ অনুষ্ঠান।

সকাল থেকেই ময়দানে ভিড় জমান হাজার হাজার মানুষ। শপথ অনুষ্ঠানকে ‘দিল্লিকেন্দ্রিক’ রাখতে চেয়েছেন কেজরি অ্যান্ড কোম্পানি। ব্যস্তার জন্য আসেননি প্রধানমন্ত্রী নরেদ্র মোদি। তবে, আমন্ত্রণ জানানো হয়নি অন্য কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীদের। তালিকায় ছিল না অন্য কোনও দলের বড় নেতার নামও। ফলে কেজরির শপথ মঞ্চ বিজেপি বিরোধী দলগুলোর শক্তি প্রদর্শনের ক্ষেত্র হতে পারেনি।

আম আদমি দলের নেতার শপথে এসেছিলেন দিল্লির ‘আম’ মানুষজন। শনিবারই মণীশ সিসোদিয়া জানিয়েছিলেন, সরকার চালাতে গত পাঁচ বছর বিভিন্নভাবে সহায় করেছেন এমন ৫০ জন শপথ অনুষ্ঠানে থাকবেন।

সেই মতো ছিলেন- দিল্লি সরকার পরিচালিত স্কুলের শিক্ষক, অলিম্পিয়াড জয়ী শিক্ষার্থীরা, মহল্লা চিকিৎসক, বাইক অ্যাম্বুল্যান্সের চালক, দমকল কর্মী, পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা। এছাড়াও ছিলেন বাস-অটো চালক ও মেট্রো চালকরা।

এআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি