ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

হ্যান্ডবলে ঢাবি ও ইবিকে হারিয়েছে গণ বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ১৮:৫০, ৫ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৮:৫২, ৫ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প’১৯ এর মেয়েদের হ্যান্ডবলের একই দিনের টানটান উত্তেজনাপূর্ণ দুই ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়কে হারিয়েছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়।

শুক্রবার (৫ এপ্রিল)  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ম্যাচ দুইটি অনুষ্ঠিত হয়।

দিনের প্রথমার্ধের খেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হয় গণ বিশ্ববিদ্যালয়। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে গণ বিশ্ববিদ্যালয়। স্বাভাবিক খেলা উপহার দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে অধিকাংশ (১৭-৩) স্কোরের বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ফারজানা এবং মিসাইনু মারমার গণ বিশ্ববিদ্যালয় ।

দিনের দ্বিতীয়ার্ধের খেলার একই মাঠে আবারও শক্তিশালী ইসলামী বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হতে হয় গণ বিশ্ববিদ্যালয়কে। কিন্তু নিজেদের প্রতি কঠোর আত্নবিশ্বাস আর খেলার নৈপুন্যতা দিয়ে (১৭-১৩) স্কোরে হারিয়ে জয়ের মুকুট ছিনিয়ে নেয় গণ বিশ্ববিদ্যালয়।

একই দিনের দুই ম্যাচে এমন বড় জয়ে যেমন উল্লোসিত খেলোয়াড়রা তেমনি জয়ের আনন্দে ভাসছে গবির শিক্ষক শিক্ষার্থীরা।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি