ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

হ্যালিডে কুইন স্কলারশিপ পেলেন ঢাবির ৫ শিক্ষার্থী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৩, ১৮ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:৩২, ১৮ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের পাঁচ শিক্ষার্থী  হ্যালিডে কুইন স্কলারশিপ পেয়েছেন। চারজন এম.এস ও একজন এম.ফিল শিক্ষার্থীকে গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে এ স্কলারশিপ প্রদান করা হয়।

সোমবার বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃত্তিপ্রাপ্তদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

বৃত্তিপ্রাপ্তরা হলো এম.এস ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মোছা. মোসলেমা আফরুজ্জাহান, তানজিনা সিদ্দীকা, মো. ওমর ফারুক, মো. হাফিজুর রহমান এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এম ফিল শিক্ষার্থী মধুরিমা সাহা হিয়া।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বস্তুনিষ্ঠ গবেষণার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে সমাজে অবদান রাখার জন্য বৃত্তিপ্রাপ্তদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।          

         
উল্লেখ্য, ২০১৬ সালে বিভাগে নিয়োজিত ভিজিটিং প্রফেসর ড. ডেভিড কুইন এই স্কলারশিপ প্রবর্তন করেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি