ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

১শ ৭ বছরেও পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন লক্ষ্মীপুরের সৈয়দ আহমেদ

প্রকাশিত : ১২:৩৩, ১৮ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৪৬, ১৮ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

একশ’ সাত বছর বয়সেও পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন লক্ষ্মীপুরের সৈয়দ আহমেদ ভূইয়া। দেখেছেন ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ বাঙালির অনেক আন্দোলন সংগ্রাম। আর অভাবের সংসারে শেষ বয়সে তাকে চালাতে হচ্ছে জীবন সংগ্রাম। দশ পয়সায় শুরু; পত্রিকার দাম এখন বার টাকা। কত কিছুই বদলে গেছে। শুধু বদলায়নি সৈয়দ আহমেদের জীবন। একশ’ সাত বছর বয়সে জীবিকার তাগিদে পত্রিকা বগলদাবা করে এখনও এ’বাড়ী থেকে সেবাড়ী ছুটতে হয় তাকে। কখনো কখনো রাস্তার পাশে বসে ক্রেতার অপেক্ষায় থাকেন। লক্ষ্মীপুর শহরের বাঞ্ছানগরে তার বাড়ি। অভাবের সংসারে এক ছেলে প্রতিবন্ধী; স্ত্রী ছাড়াও ঘরে বিধবা দুই মেয়ে। তাই সংসারের ঘানি টানতে হচ্ছে তাকেই। তবে, টেলিভিশনের প্রভাবে পত্রিকা বিক্রি আগের তুলনায় কমে গেছে বলে জানান সৈয়দ আহমেদ। যে এজেন্টের কাছ থেকে সৈয়দ আহমেদ পত্রিকা নিতে শুরু করেছিলেন তিনি নেই; বেঁচে নেই তার ছেলেরাও। সেই এজেন্টের নাতির কাছ থেকে এখন তিনি পত্রিকা সংগ্রহ করেন। পরিশ্রমী এই মানুষটি ও তার প্রতিবন্ধী ছেলেকে সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক। বয়সের ভারে ন্যূব্জ, সৈয়দ আহমেদ ভূইয়ার চাওয়া, পরিবারের সদস্যদের জীবিকার নিশ্চয়তা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি