১০টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে একনেক
প্রকাশিত : ১৩:২৬, ২৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৪০, ২৫ অক্টোবর ২০১৬
আরো ১০টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। এতে ব্যয় হবে ৯ হাজার ৪শ’ ৪৩ কোটি ৬৪ লাখ টাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে একনেক সভায় এ’সব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এদিকে, গেল অর্থবছরে ৭ দশমিক এক এক শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০১৫-১৬ অর্থবছরের ১০ম একনেক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ৯ হাজার ৪শ ৪৩ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
এদিকে সচিবালয়ে ২০১৫-১৬ অর্থবছরে ৭.১১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এছাড়া দেশের উন্নয়ন খাতে বিশ্ব ব্যাংক থেকে প্রতিবছর ১.৮ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাবার সম্বাবনার কথাও জানান অর্থমন্ত্রী।
আরও পড়ুন