ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

১১ অক্টোবর রাত ৯টার মধ্যে প্রতিমা বিসজন শেষ করার আহ্বান

প্রকাশিত : ১৮:০০, ৩০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০০, ৩০ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দুই ধর্মীয় সম্প্রদায়ের উৎসবের পবিত্র রক্ষায় ১১ অক্টোবর বিজয়া শোভাযাত্রা সহকারে রাত ৯টার মধ্যে প্রতিমা বিসজন শেষ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। শুক্রবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল। এসময় তিনি বলেন, এবার সারাদেশে পূজার মন্ডপের সংখ্যা ২৯ হাজার ৩শ ৯৫ যা গত বছরের থেকে ৩শ ৮৮টি বেশি। আইনশৃঙ্খালা নিয়ে আতঙ্কিত না হলেও সঙ্কামুক্ত নয় বলে জানালেন তাপস কুমার পাল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি