ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

১১ আগস্ট শপথ নেবেন ইমরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ৩০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আগামী ১১ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন পাকিস্তান তেহরি-ই-ইনসাফ প্রধান ইমরান খান। ইসলামাবাদে খাইবার পাকতুন থেকে নির্বাচিত পিটিআই সদস্যেদের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন তিনি। রেডিও পাকিস্তান বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে খুব শিগগিরই খাইবার পাকতুনের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে বলেও জানান বিস্ময়বালক ইমরান। এদিকে সিন্ধু প্রদেশে দেওয়া বক্তব্যে পিটিআই প্রধান বলেন, খুব শিগগরিই সিন্ধু প্রদেশের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য মাঠে নামবে পিটিআই সরকার।

এদিকে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে তার দল তেহরিক-ই-ইনসাফ। এতে অন্যদলগুলোর উপর নির্ভার থাকতে হচ্ছে তাকে। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, পিটিআই ১১৫ আসনে জয় পেয়েছে। তবে সরকার গঠন করতে হলে পিটিআইয়ের দরকার আরও ২২ আসন।

এরই মধ্যে মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান, গ্রান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স, পিএমএল-কিউ এবং বেলুচিস্তান আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছেন ইমরানের দলের নেতারা।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি