ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

১১ দফা নির্বাচনী ইশতেহার ইমরানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ৩০ এপ্রিল ২০১৮

পাকিস্তানে আসন্ন সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ইমরান খান। গতকাল রোববার ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণার মধ্যে দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে জনগণের ভোট চেয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রধান।

গতকাল সন্ধ্যায় লাহোরে এক জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু করলেন সাবেক এই ক্রিকেট তারকা।

জনসভায় লক্ষাধিক কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে এসব ইমরান খান বলেন, আমরা সড়কের এক মোড়ে এসে দাঁড়িয়েছি। এখনই সময় আমরা আমাদের ভাগ্য বদল করব এবং অনেক বড় স্বপ্ন দেখব।

পাকিস্তানের এ যাবতকালের ‘পিছিয়ে পড়া ও ধ্বংস’ অবস্থান থেকে দেশটিকে উন্নতির দিকে নিয়ে যেতে কাজ করার ঘোষণা দেন ইমরান খান। পাকিস্তান জাতির জনক কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ এর আদর্শ অনুসরণ করে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

উল্লেখযোগ্য নির্বাচনী ইশতেহার

  • দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ
  • বিশ্বমানের হাসপাতাল তৈরি করা
  • কৃষকদের সহজশর্তে লোন দেওয়া
  • গৃহহীনদের জন্য ৫০ লক্ষ বাড়ি নির্মাণ
  • অর্থনৈতিক উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণ
  • দুর্নীতি দমন এবং
  • যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান

পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়ক ইমরান খান অন্যান্য নির্বাচনী ইশতেহারের সাথে দুর্নীতি বিরোধী এবং যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থানের দিকে বিশেষ জোর দিচ্ছেন। ‘নতুন পাকিস্তান’ শিরোনামে দুর্নীতি এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাঁর এই অবস্থানের কথা জানান ইমরান। এসময় উপস্থিত কর্মীদের থেকে ব্যাপক সমর্থন পান ইমরান।

প্রসঙ্গত, চলতি বছরের জুলাইতে দেশটিকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

সূত্রঃ সিজিটিএন

//এস এইচ এস// এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি