ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

১১ দিন পর শাবিপ্রবিতে সকল অবরোধ প্রত্যাহার

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪১, ২৭ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

দীর্ঘ ১১ দিন পর সকল ধরণের অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবনসহ সবকিছু খুলে দেওয়া হয়েছে। 

এ তথ্য জানিয়েছেন আন্দোলনের অন্যতম মুখ্যপাত্র মুহাইমিনুল বাসার রাজ।

এর আগে বুধবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থী রোজারিও বলেন, আমরা অনশন ভাঙলেও এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবো। তবে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন খুলে দেওয়া হবে। আমরা কোনো সহিংস আন্দোলন করতে চাই না।

রোজারিও বলেন, উপাচার্য ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে ১৬৩ ঘণ্টা অনশনরত থাকার পর মুহম্মদ জাফর ইকবাল স্যার ও ইয়াসমিন হক ম্যামের অনুরোধে অনশন থেকে সরে আসে শিক্ষার্থীরা। তবে উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। 

এখন শুধু আন্দোলনের ভাষা পরিবর্তন করা হয়েছে, বলেন রোজারিও।

তিনি বলেন, উপাচার্যের পদত্যাগসহ শিক্ষার্থীরা আরও পাঁচটি দাবি উত্থাপন করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে- শিক্ষার্থীদের আন্দোলনে অর্থদানের অভিযোগে গ্রেফতার পাঁচ সাবেক শিক্ষার্থীর জামিন মঞ্জুর, অজ্ঞাতনামা শিক্ষার্থীদের নামে করা মামলা প্রত্যাহার, অনশনকারী শিক্ষার্থীদের চিকিৎসা খরচ বহন, ভিসির মদদে সংঘটিত নারকীয় পুলিশি হামলায় গুরুতর আহত শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব নেওয়া ইত্যাদি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি