ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

১৫ ইঞ্চি তুষারে ঢেকে আছে সাহারা মরুভূমি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫১, ১০ জানুয়ারি ২০১৮

খবরের শিরোনাম দেখে চমকে যাচ্ছেন? চমক লাগারই কথা। প্রায় ১৫ ইঞ্চি বা ৪০ সেন্টিমিটার তুষারে ঢেকে আছে পৃথিবীর বুকের সব চেয়ে বড় মরুভূমি সাহারা।

রবিবার সকালে সাহারা মরুভূমির আলজেরিয়ার শহর আইন সেফরা অংশে তুষারপাত শুরু হয়। “মরুভূমির প্রবেশদ্বার” খ্যাত এ শহরে সাধারণ সময়ের গড় তাপমাত্রা ৩৭ ডিগ্রির ওপরে থাকলেও বর্তমানে তাপমাত্রা হিমাংকের নিচে ওঠানামা করছে।

আইন সেফরা লাগোয়া সাহারা মরুভূমি দেখতে এখন অনেকটা উত্তর মেরুর মত মনে হবে। উচু বালুর ঢিবিগুলোতে ইতোমধ্যে ট্যরিজম প্রতিষ্ঠানগুলো স্কিয়িং এর ব্যবস্থা করে ফেলেছে। আর মরুভূমির এমন বরফে স্কিয়িং করতে দূর দূরান্ত থেকে ভিড়ও করছেন প্রচুর পর্যটক। সে সময় পর্যটকদের তোলা বিভিন্ন ছবি আলোড়ন তুলছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও।

মজার বিষয় হচ্ছে সাহারায় এমন বরফ চাদর মোটেও নতুন কিছু নয়। এর আগেও এমনটা হয়েছে এ অঞ্চলে।

বিগত ৪০ বছরে সাহারার বরফের চাদরে ঢেকে যাওয়ার এটি তৃতীয় নমুনা। ১৯৭৯ সালে এক আধা ঘণ্টার এক তুষারঝড় দেখে সাহারার বাসিন্দারা। আবার ২০১৬ সালেও তুষারপাত হয় এ মরুভূমিতে। তবে তুষারের মাত্রা এ বারই সবথেকে বেশি পরিলক্ষিত হচ্ছে।

পরিবেশবিদেরা বলছেন, অ্যাটলাস পর্বত মালার নিকটবর্তী হওয়ায় এ অঞ্চলে এমন তুষারপাত যথেষ্ট স্বাভাবিক। তবে এ অবস্থা কতদিন বজায় থাকবে তা নিশ্চিত নন আবহাওয়াবিদেরা।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট, দ্য এক্সপ্রেস

এসএইচএস/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি