ঢাকা, মঙ্গলবার   ০৬ মে ২০২৫

১৫ বছরের সাজা থেকে মুক্ত নাশিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০, ৩ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১১:৫৩, ৩ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

মালদ্বীপে অনুষ্ঠেয় আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ নাশিদ। ২০১২ সালে দেশটিতে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার তিন বছর পর আদালত নাশিদকে দুর্নীতির দায়ে ১৫ বছরের কারাদণ্ড দেন। একইসঙ্গে তার প্রেসিডেন্টের পদ কেড়ে নেওয়া হয়।

এরপরই গ্রেফতার এড়াতে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চান নাশিদ। পরে ব্রিটেন তার রাজনৈতিক আশ্রয় গ্রহণ করলে সেখানেই অবস্থান করেন দেশটির সাবেক প্রেসিডেন্ট। নাশিদ বর্তমানে শ্রী লঙ্কায় রয়েছেন। বিবিসির কাছে দেওয়া সাক্ষাৎকারে নাশিদ দাবি করেন, আমি এখনও প্রেসিডেন্ট নির্বাচন করার মতো সামর্থ্য রাখি। তাই ঘোষণা করছি, ‘আগামী প্রেসিডেন্ট নির্বাচনে আমি প্রতিদ্বদ্বিতা করবো।’

এদিকে কয়েকদিন আগে দেশটির সর্বোচ্চ আদালত নাশিদসহ তাঁর সরকারের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নাকচ করে দিয়েছেন। একইসঙ্গে নাশিদ সরকারের আটক ব্যক্তিকে দ্রুত ছেড়ে দিতে রায় দেন আদালত। আদালতের রায়ের পর দেশটিতে হাজার হাজার নাশিদ সমর্থক রাস্তায় নেমে আসে। এ সময় তাঁরা আনন্দ মিছিল বের করে।

এরই প্রেক্ষিতে নাশিদের সাক্ষাৎকার নেয় বিবিসি। এসময় নাশিদ বলেন, আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে চাই। এ লক্ষ্যে আমরা এগুচ্ছি। আশা করছি সেই নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক মহলের সংযুক্ততা থাকবে। এদিকে দেশটির বর্তমান প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়েমেনকে সর্বোচ্চ আদালতের আদেশ মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন নাশিদ।

সূত্র: বিবিসি
এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি