ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

১৮ ফেব্র“য়ারি রাঙামাটির বাঘাইছড়ি পৌর-নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচারণা

প্রকাশিত : ১১:০১, ৯ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১১:০১, ৯ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

১৮ ফেব্র“য়ারি রাঙামাটির বাঘাইছড়ি পৌর-নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্রসহ ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্র“তি। দেশের সবচেয়ে বড় উপজেলা রাঙামাটির বাঘাইছড়ি। ২০০৪ সালে বাঘাইছড়িকে তৃতীয় শ্রেণীর পৌরসভা ঘোষণার বিভিন্ন মেয়াদে ৭ জন প্রশাসক নিয়োগ দিয়ে এ পৌর কার্যক্রম পরিচালনা করা হয়। ২০১২ সালে প্রথম নির্বাচিত মেয়রের মেয়াদ পূর্ণ হওয়ায় ১৮ ফেব্র“য়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্রসহ ৩ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৩টি সংরক্ষিত নারী আসনে ৬ জন ও ৯টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছেন ২৫ জন। এদিকে ভোটাররাও কষছেন নানা হিসেব-নিকেষ। সৎ, যোগ্য ও জনগণের পাশে থাকবে এমন প্রার্থীই পছন্দ তাদের। এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। শান্তিপূর্ণ ভোটগ্রহণের প্রত্যাশা সকলের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি