ঢাকা, মঙ্গলবার   ০৬ মে ২০২৫

১৯৮১ সালেই রানী এলিজাবেথকে হত্যা চেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৯, ২ মার্চ ২০১৮ | আপডেট: ১০:৪৫, ৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

আজ থেকে ৩৭ বছর আগে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথকে হত্যা করতে চেয়েছিল এক কিশোর। নিউজিল্যান্ডের ওই কিশোরের নাম ক্রিস্টোফার লুয়িস। নিউজিল্যান্ডের নিরাপত্তা বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, ১৭ বছর বয়সী ওই তরুণ নিউজিল্যান্ডে সপরিবারে সফররত রানী এলিজাবেথকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় রানী ও তার স্বামী প্রিন্স ফিলিপ একটি গাড়িতে করে প্যারেড দেখছিলেন। তবে পুলিশ ও স্থানীয় গণমাধ্যম ওই ঘটনা দামাচাপা দিয়েছিল। তাদের শঙ্কা ছিল, ভবিষ্যতে এ পরিবারের সদস্যরা আর দেশটিতে সফর করবেন না।

১৯৮১ সালের ১৪ অক্টোবর ওই প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ এবং স্থানীয় জনতা ওই গুলির শব্দ শুনলেও ঘটনাটি ওই সময় কোন গণমাধ্যমে আসেনি। এতে এত বড় একটি ঘটনা ধামাচাপা পড়ে যায়। নিউজিল্যান্ডের অনলাইন পোর্টাল ‘স্টাফ’ কিছু তথ্য যাচাই করে এ প্রতিবেদন প্রকাশ করে।

ওই ঘটনার পরপরই একটি রাইফেলসহ লুয়িসকে গ্রেফতার করে পুলিশ। এ ছাড়া একটি ভবনের চিলেকোঠা থেকে বন্দুকের খোসা উদ্ধার করে পুলিশ। স্টাফ জানিয়েছে, তাদের কাছে পাওয়া তথ্যে দেখা গেছে, লুইস সত্যিকারভাবেই রানীকে হত্যা করতে চেয়েছিল। তবে এ ঘটনায় লুইসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়নি। বরং তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি