ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪

১৯৮১ সালের পর সবচেয়ে বড় সামরিক মহড়া চালাবে রাশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৯, ২৮ আগস্ট ২০১৮ | আপডেট: ১৯:০০, ২৮ আগস্ট ২০১৮

গত চার দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়া চালাতে যাচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনায় নিজেদের শক্তির ফের জানান দিতে আর বৈশ্বিক পরিমণ্ডলে রাশিয়াকে নতুনভাবে চেনাতে এই মহড়ার আয়োজন করছে দেশটি। প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, আগামী মাসে তার দেশ এ মহড়া চালাবে। আসন্ন এ মহড়ার নাম দেয়া হয়েছে ভস্টক-২০১৮ (পূর্ব-২০১৮)।

শোইগু জানান, রাশিয়ার মধ্য ও পূর্বাঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হবে। তিনি জানান, মহড়ায় তিন লাখের বেশি সেনা, এক হাজারের বেশি বিমান, দুটি নৌবহর এবং সমস্ত এয়ারবোর্ন ইউনিট অংশ নেবে। তিনি নিশ্চিত করেন, ১৯৮১ সালের পর এটা হবে রাশিয়ার সবচেয়ে বড় সামরিক মহড়া। তবে মহড়াটি কতদিন চলবে তা পরিষ্কার নয়।

রাশিয়ার দোর গোড়ায় বিশেষ করে পশ্চিম সীমাস্তে যখন ন্যাটো সেনারা মাঝেমধ্যেই মহড়া চালাচ্ছে তখন মস্কো বিশাল এ মহড়ার ঘোষণা দিল। ন্যাটোর এসব মহড়াকে রাশিয়া তার নিজের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে। ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেয়ার পর থেকে ন্যাটো বাল্টিক সাগর এলাকায় সেনা উপিস্থিতি বাড়িয়েছে।

সূত্র: তাস
এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি