ঢাকা, রবিবার   ০২ জুন ২০২৪

২ শিক্ষার্থীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

প্রকাশিত : ১৯:০০, ২০ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:০০, ২০ অক্টোবর ২০১৬

রাজধানীর বিসিআইসি কলেজের দুই শিক্ষার্থীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে সহপাঠিরা। এসময় তারা জানান, অপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে তারা। পুলিশ বলছে, সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতাদের চেষ্টা করা হচ্ছে। বুধবার মিরপুর চিড়িয়াখানা সামনে বাসে উঠার সময় ফুটপাতের দোকানি জীবন করিম বাবুসহ জাহিদ ও আকাশের নির্যাতনের শিকার হন বিসিআইসি করেজের দুই শিক্ষাথী। পরে তাদেরকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এর প্রতিবাদে কলেজের সামনে মানব বন্ধন করে সহপাঠিরা। এক পর্যায়ে তারা রাস্তা অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায় । শিক্ষাথীরা বলেন, মূল আসামী জীবন করিম বাবুসহ অন্যদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে তারা। এলাকাবাসিও চান অপরাধীদের শুষ্ঠু বিচার। পুলিশ জানিয়েছে, থানায় মামলা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারে তৎপর রয়েছে তারা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি