ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

২রা নভেম্বর’ পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ, বন্ধ থাকবে পরিবহন এবং বিক্রিও

প্রকাশিত : ১৫:১৯, ১২ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:১৯, ১২ অক্টোবর ২০১৬

প্রজনন মৌসুম হওয়ায় আজ বুধবার ১২ অক্টোবর থেকে ২রা নভেম্বর’ পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। বন্ধ থাকবে ইলিশ মাছ পরিবহন এবং বিক্রিও। এ’সময় অন্যান্য মাছ ধরাও নিষিদ্ধ সংরক্ষিত এলাকাগুলোয়। এদিকে, মাছ ধরা বন্ধ থাকায় যাতে মৎসজীবীদের সমস্যা না হয়, সেজন্য প্রণোদনার ব্যবস্থা নিয়েছে সরকার। ইলিশের উৎপাদন বাড়াতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে প্রজনন মৌসুম হওয়ায়, ১২ই অক্টোবর থেকে ০২রা নভেম্বর পর্যন্ত ২২ দিন চট্টগ্রামের মীরেরসরাই, ভোলার তজুমদ্দিন, কলাপাড়া, কুতুবদিয়া উপজেলা থেকে গন্ডারামসারা পয়েন্টসহ বেশকিছু এলাকায় মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। মা ইলিশ রক্ষায়, ২২ দিন বিভিন্ন নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত মেনে চলার কথা জানালেন জেলেরাও। এই উদ্যোগ সফল করতে জেলেদের সহায়তা আরো বাড়ানো প্রয়োজন বলে জানান জনপ্রতিনিধিরা। আর মা ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানালেন চাঁদপুরের জেলা প্রশাসক। ইলিশ আহরণের সাথে যুক্ত জেলেদের পুনর্বাসনে ২০ হাজার মেট্রিক টন চাল বিতরণের কথা জানিয়েছে মৎস অধিদপ্তর।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি