ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

২য় দিনে ব্যাট করছে স্বাগতিক ভারত

প্রকাশিত : ১২:৫৩, ১০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১২:৫৩, ১০ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

হায়দ্রাবাদ টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছে স্বাগতিক ভারত। শেষ খবরে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৪১১ রান। দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নেমে দেড়শ রান তোলে নেন বিরাট কোহলি। অপরদিকে ব্যাট করা আজিঙ্কা রাহানে গড়ের টেস্ট ক্যারিয়ারের দশম হাফ সেঞ্চুরি। এরআগে, ১১১ রানে কোহলি ও ৪৫ রানে রাহানে অপরাজিত থেকে ৩ উইকেটে দলীয় ৩৫৬ রান নিয়ে হায়দ্রাবাদ টেস্টের দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে স্বাগতিকরা। প্রথম দিনে বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন, তামকিন, মেজেদি মিরাজ ও তাইজুল ইসলাম। তবে, দ্বিতীয় দিনের এখন পর্যন্ত কোন উইকেট পানটি মুশফিক বাহিনী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি