ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

২০ হাজার বেকার কাজ পাবে কিশোরগঞ্জ ইকোনমিক জোনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১০, ৩ জুলাই ২০১৭ | আপডেট: ২০:৪৭, ৩ জুলাই ২০১৭

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় তৈরি হতে যাচ্ছে দেশের বেসরকারি খাতের ১৬তম ইকোনমিক জোন। ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়ক সংলগ্ন প্রায় ৯১ দশমিক ৬৩ একর জমির ওপর এ জোন প্রতিষ্ঠা করবে ব্যবসায়ী প্রতিষ্ঠান নিটল নিলয় গ্রুপ। এতে দেশের প্রায় ২০ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে জানানো হয়েছে। 

সোমবার রাজধানীর প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর পক্ষ থেকে কেইজেডকে প্রাক-যোগ্যতা সনদ প্রদান করা হয়। সনদ প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নিটল নিলয় গ্রুপ ও কেইজেড এর চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ, বেজার নির্বাহী সদস্য মো. হারুনুর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানে বেজার পক্ষ থেকে বলা হয়, এ জোন প্রতিষ্ঠিত হলে প্রায় ১৫ থেকে ২০ হাজারের বেশি নারী-পুরুষের কর্মসংস্থান হবে। এর মধ্যে প্রথম বছর ২ হাজার এবং পরে ৫ বছরে ক্রমান্বয়ে ২০ হাজার কর্মসংস্থান হবে।

কিশোরগঞ্জ ইকোনমিক জোন হাওরাঞ্চলের প্রবেশদ্বার ভৈরবের নিকটে অবস্থিত হওয়ায় সহজে বিনিয়োগ আকষর্ণ ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রাক-যোগ্যতা সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব (এসডিজি) আবুল কালাম আজাদ বলেন, সরকার বিনিয়োগবান্ধব। সেজন্য সরকারি কর্মচারিরা বিনিয়োগবান্ধব। আমরা লাল ফিতার দৈরাত্ম দেখতে নয়, সেই ফিতাই ফেলে দিতে চাই, সাদা ফিতা দিয়ে চলতে চাই।

মুখ্য সচিব আরো বলেন,আশার কথা হচ্ছে আমাদের সন্তানরা যারা বড় বড় চাকরি নিয়ে দেশের বাইরে চলে গেছেন তারা ফিরে আসতে পারে। অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের মাধ্যমে তারা বাবা, ভাই বা বন্ধুর সাথে হাত মেলাতে দেশে ফিরিয়ে আসতে পারে।

তিনি বলেন, ইকোনমিক জোনে ওয়ান স্টপ সার্ভিস দেওয়া হচ্ছে। এটা মুখের কথা না, বাস্তব। আইন এখনো পাস হয়নি কিন্তু কাজ চলছে।

আরকে/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি