ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

২০১৭-১৮ অর্থ বছরের বাজেট পাসের প্রক্রিয়া চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০২, ২৯ জুন ২০১৭ | আপডেট: ১৪:৫৯, ২৯ জুন ২০১৭

সংসদে চলছে ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট পাসের প্রক্রিয়া। মঞ্জুরী দাবির আলোচনায় বিরোধী দলের তোপের মুখে পড়েন অর্থমন্ত্রী। জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং সেক্টরের অবস্থা নাজুক হলেও সরকার ন্যায়নিষ্ঠভাবে কাজ করছে। অর্থনীতিদ ঝুকিতে পড়বে না। চালের মুল্যবৃদ্ধিসহ বিষয়ে সরকারের কড়া সমালোচনা করেন বিরোধী দলের সদস্যরা।
স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন বসলে শুরু হয় বাজেট পাসের প্রক্রিয়া। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা তাদের মঞ্জুরী দাবি উত্থাপন করেন। বেশকিছু দাবির ছাটাই প্রস্তাব আলোচনায় দেন স্পিকার। তবে বেশীরভাগ দাবি সরাসরি কন্ঠভোটে নিস্পত্তি করেন।
অর্থ, খাদ্য, স্বাস্থ্য, স্থানীয় সরকারসহ কয়েকটি মন্ত্রণালয়ের মঞ্জুরী দাবির আলোচনায় অংশ নিয়ে তীব্র সমালোচনা করেন বিরোধী দলের সদস্যরা।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ব্যাংক সেক্টর নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ১৯৪৯ সালে তিনি একটি ব্যাংক বন্ধ হওয়ায় ভুক্তভোগী হয়েছিলেন তেমন অবস্থা পরে আর হয়নি।
বিরোধী দলের সদস্যদের সমালোচনার জবাব দেন মন্ত্রীরা।
তবে এ পর্যন্ত উত্থাপিত মঞ্জুরী দাবিগুলো কন্ঠভোটে পাস হয়েছে।


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি