ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

২০১৮ সালের জানুয়ারিতে বিশ্বের জনসংখ্যা হবে ৭৪৪ কোটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৩, ২৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১০:০৮, ৩০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মার্কিন আদমশুমারি ব্যুরোর হিসাব অনুয়ায়ী ২০১৮ সালের ১ জানুয়ারিতে বিশ্বের জনসংখ্যা ৭ কোটি ৮৫ লাখ ২১ হাজার ২৮৩ জন বেড়ে ৭৪৪ কোটি ৪৪ লাখ ৪৩ হাজার ৮৮১ জনে দাঁড়াবে।২০১৭ সালের প্রথম দিন থেকে এ বৃদ্ধির হার ১.০৭ শতাংশ।

হিসাব অনুযায়ী ২০১৮ সালের জানুয়ারি মাসে বিশ্বব্যাপী প্রতি সেকেন্ডে ৪.৩ জন শিশু জন্ম নেবে এবং ১.৮ জনের মৃত্যু হবে।

এর আগে মার্কিন আদমশুমারি ব্যুরোর এক হিসেবে ২০৫০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা বেড়ে ৯শ’ কোটিতে পৌঁছাবে বলে আভাস দেয়া হয়। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা তাস এ খবর জানায়।

 

সূত্র- বাসস

কেআই/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি