ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫

২০৩২ সালে বাংলাদেশ হবে ৩১তম বৃহৎ অর্থনীতির দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ২৭ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিস্ময়করভাবে বেড়ে চলছে। রাজনৈতিক অস্থিতিশীলতা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে ক্রমাগত যুদ্ধ করেও দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন বজায় রেখেছে। আর এ ধারা ধরে রাখতে পারলে আাগামী ১৫ বছরেই বাংলাদেশ বিশ্বের ৩১তম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে দুনিয়ার বুকে আবির্ভূত হবে।

যুক্তরাজ্য-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর)‘ওয়ার্ল্ড ইকোনমিক লীগ টেবিল-২০১৮’ নামক শিরোনামে  বিশ্ব অর্থনীতির ওপর গতকাল মঙ্গলবার বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে। এতে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতির বিষদ উঠে এসেছে।

লন্ডনের এই সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে এই প্রতিবেদনটি তৈরি করেছে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০৩২ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ৩১তম শীর্ষ অর্থনীতির দেশ হিসেবে আবির্ভূত হবে। বর্তমানে বাংলাদেশের অবস্থান ৪৪তম। সিবিআর ১৮০টি দেশের অর্থনীতির বর্তমান গতি ও সেই দেশের অর্থনীতির কয়েকটি সূচকের তালিকা করেছে। এদিকে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ২০৩২ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে পেছনে ফেলবে চীন। এমনটিই জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি ভারত এবছরেই সপ্তম অবস্থান থেকে পঞ্চম অবস্থানে উঠে আসবে। 

এমজে/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি