ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

২০৪১ সালে বাংলাদেশ হবে সমৃদ্ধশালী : অর্থমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০২, ২৮ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৩:৫১, ৩০ সেপ্টেম্বর ২০১৭

বাংলাদেশ ২০৪১ সালে সমৃদ্ধশালী দেশ হবে বলে আশা করেছেনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিততিনি বলেন, দারিদ্র্য বিমোচনের সীমারেখা ২০৩০ সাল হলেও আমরা ২০২৪ সালেই পৌঁছে যাবো

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সাধনা সংসদের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, প্রতিটি দেশের কিছু মানুষ রাষ্ট্রের ওপর নির্ভরশীল থাকে। এসব মানুষের মধ্যে থাকে প্রতিবন্ধী, বয়স্ক নারীরা। বর্তমানে মালয়েশিয়ায় রাষ্ট্রের ওপর নির্ভরশীল মানুষের সংখ্যা মোট জনসংখ্যার ৭ শতাংশ। বাংলাদেশও সেই পথে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ২০২৪ সাল নাগাদ আমাদের ৭ শতাংশ মানুষ রাষ্ট্রের ওপর নির্ভরশীল থাকবে। বিমোচনের আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা ২০৩০ সাল হলেও তার আগে আমরা লক্ষ্যে পৌঁছে যাব। তখন দেশে কোনো দারিদ্র্য মানুষ থাকবে না। আশা করছি আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, বাংলাদেশ ২০৪১ সালে একটি সমৃদ্ধশালী দেশ হবে।

/আর/এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি