ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

২১ ফেব্রুয়ারিতে রক্ত ঝরার ঘটনা নাড়া দিয়েছিলো চারণ কবি শামসুদ্দিন আহমেদকে

প্রকাশিত : ১০:২৮, ২১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৩৬, ২১ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

ভাষার জন্য যখন রাজপথে প্রাণ দিচ্ছে বাঙালী, তখন বাগেরহাটের গরীব কৃষকের ছেলে শামসুদ্দিনও ঘরে বসে থাকতে পারেননি। চারণকবি শামসুদ্দিন ‘রাষ্ট্রভাষা আন্দোলন করিলি রে বাঙ্গালি, তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি’-  গানটি গেয়ে মানুষকে আন্দোলিত করেন। পরবর্তীতে গানটি আমাদের দেশের গুণি শিল্পীদের কন্ঠে পরিবেশিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি ঢাকার রাজপথে রক্ত ঝরার ঘটনা নাড়া দিয়েছিলো চারণ কবি শামসুদ্দিন আহমেদকে। মুখে মুখে তিনি রচনা করলেন তাঁর অমর কীর্তি রাষ্ট্রভাষার গান। মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া এই গান আজো সমান জনপ্রিয়। শামসুদ্দিন আহমেদ প্রথমে নিজের মতন করে লোকসুরে গানটি গেয়েছিলেন। পরবর্তীতে শহীদ আলতাফ মাহমুদ এই গানে নতুন করে সুর দেন। প্রথম কণ্ঠ দেন রথীন্দ্রনাথ রায়। এই চারণকবির প্রতি শ্রদ্ধা দেখিয়ে স্থানীয় প্রশাসন তাঁর কবরটি বাধিয়ে দিয়েছে। প্রচারবিমুখ এই মানুষটির একটি ছবিও আজ আর খুঁজে পাওয়া যায় না। ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য শামসুদ্দিন আহমেদকে মরণোত্তর একুশে পদক প্রদানের দাবি বাগেরহাট বাসীর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি