ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

২১শে আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায় শিগগিরই হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী

প্রকাশিত : ১৪:২১, ২০ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:২১, ২০ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

শিগগিরই ২১শে আগষ্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা মামলার রায় দেয়া হবে বলে জানিয়েছেন, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এরই মধ্যে সাক্ষগ্রহণ শেষ হয়েছে বলেও জানান তিনি। সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এ’কথা জানান আনিসুল হক। আইনমন্ত্রী আরো বলেন, ১৫ আগষ্টের হত্যাকারীরাই ২১শে আগষ্টের ঘটনা ঘটিয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার ঘটনায় ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে একটি কমিশন গঠন করা হবে বলেও জানান আইনমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি