ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

২২ জুলাই থেকে ইন্দো-বাংলা আইপিও আবেদন শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৭, ১৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আদালতের রায়ের কারণে স্থগিত থাকা ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বিনিয়োগকারীদের আবেদনের দিন ঘোষণা করা হয়েছে। ওষুধ খাতের এই কোম্পানিটির আইপিওতে আবেদন শুরু হবে আগামী ২২ জুলাই। শেষ হবে ২৬ জুলাই পর্যন্ত। এএফসি ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুব মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত বছরের অক্টোবরে পুঁজিবাজার থেকে আইপিওর মাধ্যমে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তোলনের জন্য কোম্পানিটিকে অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কিন্তু কোম্পানিটির চারজন পরিচালক ঋণ খেলাপি হওয়ায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে বরিশালের অর্থ ঋণ আদালতে মামলা করা হয়। এতে কোম্পানির আইপিও আবেদনে ৬ মাসের জন্য স্থগিতাদেশ দেয়।

সম্প্রতি ব্যাংকটির সঙ্গে কোম্পানির ঋণ সংক্রান্ত সমস্যা সমাধানের পর এই সম্মতিপত্র পেয়েছে কোম্পানিটি। ১৬ জুলাই (সোমবার) রাতে কোম্পানি কতৃপক্ষ হাতে এই রায়ের কপি পৌঁছেছে। ফলে আইপিওর আবেদন শুরুর আর কোনো বাধা রইলো না। তাই কোম্পানিটির আইপিওর আবেদনের নতুন সময় নির্ধারণ করেছে কোম্পানি কর্তৃপক্ষ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি