ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

২৩৪ রানের টার্গেটে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ

প্রকাশিত : ১৮:০১, ২৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০১, ২৩ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রস্তুতি ম্যাচে ২৩৪ রানের টার্গেটে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। ফতুল্লায় খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ একাদশের অধিনায়ক ইমরুল কায়েস। ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপে ৪৯ দশমিক ২ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৩৩ রানেই গুটিয়ে যায় আফগানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান আসে হাসমত উল্লাহ শহীদির ব্যাট থেকে। আর ওপেনার নওরোজ মঙ্গল ১০ ও উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদ করেন ১৭ রান। বাংলাদেশের হয়ে ৮ ওভারে ৪৮ রান দিয়ে ৩টি উইকেট নেন মেহেদি হাসান মিরাজ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি