ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

২৫০ জেলেকে লাইফ জ্যাকেট দিল কোস্টগার্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৫, ৮ জানুয়ারি ২০১৮

বাগেরহাটের ২৫০ জন প্রান্তিক  জেলেদের মাঝে লাইফ জ্যাকেট দিয়েছে কোস্টগার্ড। সোমবার বেলা ১১টার দিকে কোস্টগার্ড মোড়েলগঞ্জ স্টেশন অফিসে আনুষ্ঠানিকভাবে জেলেদের মাঝে জ্যাকেটগুলো বিতরণ করা হয়।

নৌবাহিনীর ক্যাপ্টেন এম মিনারুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলেদের হাতে জ্যাকেটগুলো তুলে দেন।

জেলেদের নৌ নিরাপত্তার জন্য কোস্টগার্ডের পক্ষ হতে মংলা, শরণখোলা, বাগেরহাট, কচুয়া ও মোরেলগঞ্জের ৫ নারী জেলেসহ ২৫০ জন জেলেকে এই জ্যাকেট দেওয়া হয়।

কোস্টগার্ড মোরেলগঞ্জ কন্টিনজেন্ট কমান্ডার মো. ফরিদ আহম্মেদের সভাপতিত্বে কোস্টগার্ড মংলা স্টেশন কমান্ডার ক্যাপ্টেন মোস্তফা কামাল, বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা জিয়া হায়দার চৌধুরী, মংলা কোস্টগার্ডের অপারেশন অফিসার লে. হায়াত ইবনে সিদ্দিক উপস্থিত ছিলেন।

 

আর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি