ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

উত্তাল ঢাবি

২৯ জানুয়ারি সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৮, ২৪ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৪:০৯, ২৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। আগামী ২৯ জানুয়ারি সারা দেশের শিক্ষার্থীদের ছাত্র ধর্মঘটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রগতিশীল ছাত্রজোটের নেতৃবৃন্দ।

গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ের সামনে ‘নিপীড়নবিরোধী’ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালালে সাংবাদিকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুত্বর আহত হন। এসময় অনেক নারী শিক্ষার্থীর ওপরও ছাত্রলীগের কর্মীরা হামলা চালালে বেশ কয়েকজন ছাত্রী মারাত্মকভাবে আহত হন। এর প্রতিবাদে আগামী ২৯ জানুয়ারি সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে তারা। এর আগে আগামী ২৬ জানুয়ারি বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংহতি সমাবেশ করবে বাম ছাত্র সংগঠনগুলোর এই জোট।

আজ বুধবার মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে জোটের নেতা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশের সভাপতি ইমরান হাবিব রুমন এই কর্মসূচি ঘোষণা করেন। অন্যদের মধ্যে ছাত্রফ্রন্টের আরেক অংশের সভাপতি নাঈমা খালেদ মনিকা, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্সসহ বাম ছাত্রসংগঠনগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইমরান হাবিব রুমন বলেন, “ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচন দেওয়ার রায় দিয়েছেন হাইকোর্ট। আর এই নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই গতকাল ওই হামলা চালানো হয়েছে বলে আমরা আশঙ্কা করছি। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভে দুই দফা হামলার ঘটনায় দায়ী ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতার, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান তারা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের খরচে আহতদের চিকিৎসার ব্যবস্থা করাসহ, প্রক্টর কার্যালয় ঘেরাও কর্মসূচির সময় ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন দেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি