ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

২৯৮ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া

প্রকাশিত : ১৮:৫৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৫৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

পুনে টেস্টের প্রথম ইনিংসে ভারতকে ১০৩ রানে গুড়িয়ে দিয়ে দ্বিতীয় দিন শেষে ২৯৮ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। হাতে রয়েছে আরো ৬ উইকেট। এরআগে প্রথম ইনিংসে ২৬০ রান তোলে সফরকারীরা। ১৫৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অধিনায়ক স্মিথের হাফ সেঞ্চুরিতে ৪ উইকেটে ১৪৩ রান তোলে অজিরা। স্মিথ ১১৭ বলে ৭ চারে ৫৯ ও মার্শ ২১ রানে  অপরাজিত আছেন। অশ্বিন ৬৮ রানে ৩ উইকেট নিয়েছেন। এরআগে জন কেফের মারাত্বক বোলিংয়ে মাত্র ১০৩ রানে অলআউট হয় ভারত। ভারতের ইনিংসে একমাত্র হাফ সেঞ্চুরি এসেছে  কে এল রাহুলের ব্যাটে। তিনি করেছেন ৬৪ রান। তিনজন ছাড়া আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কে যেতে পারেননি। অস্ট্রেলিয়ার জন কেফে ৩৫ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি