৩ দিনের সরকারি সফরে বুধবার রাত দুটোয় সুইডেন পৌছুবেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৮:৪৫, ১৪ জুন ২০১৭ | আপডেট: ১৯:২৩, ১৪ জুন ২০১৭

তিন দিনের দ্বি-পাক্ষিক সরকারি সফরে বুধবার বাংলাদেশ সময় রাত দুটোয় সুইডেন পৌছুবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে মঙ্গলবার একদিনের যাত্রা বিরতিতে লন্ডন পৌছান প্রধানমন্ত্রী। মঙ্গলবার রাতে সেখানে তিনি ছোট বোন রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকসহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কিছু সময় কাটান। যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়া টিউলিপকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। যাত্রাবিরতি শেষে রাতে প্রধানমন্ত্রী স্টকহোম পৌছানোর কথা রয়েছে। সফর শেষে ১৭ জুন লন্ডন হয়ে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন