মাছের প্রজননের জন্য ৩ মাস বন্ধ থাকার পর রোববার মধ্য রাত থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার উন্মুক্ত হচ্ছে।
বিএফডিসি জানিয়ে লাইসেন্সধারীরা মাছের নির্ধারিত শেয়ার অথবা শুল্ক প্রদান সাপেক্ষে কাপ্তাই হ্রদে মাছ শিকার করতে পারবে। তবে হ্রদের ৭টি অভয়াশ্রম এলাকায় মাছ শিকার করা যাবে না।