ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

৩-০ তে হারার কারণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

টাইগারদের সামনে সুযোগ ছিল টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি করার। কিন্তু আফগানিস্তানের কাছে ইতিমধ্যে সিরিজ হারের পাশাপাশি হোয়াইট ওয়াশ হয়েছে টাইগাররা।

হোয়াইটওয়াশের ময়নাতদন্তে বেরিয়ে এসেছে আফগানিস্তানের কাছে টি ২০ সিরিজ হারার কারণ। হারের কারণ হিসেবে বেশ কয়েকটি বিষয় সামনে এনেছেন সাবেকরা।  

বাংলাদেশের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা বলেন, প্রথম ম্যাচ থেকেই উইকেট না বোঝার কারণে একাদশ সাজানো ভুল হয়েছে। শুধু তাই নায়, মাঠে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও ভুল চোখে পড়েছে। এসব কারণে আফগানিস্তান জয় পেয়েও আত্মতৃপ্তিতে ভোগেনি।

সাবেক ওপেনার মেহরাব হোসেন অপি মনে করেন, আইপিএলে টানা ম্যাচ খেলায় ক্লান্ত ছিল সাকিব। আর এ কারণে সেরাটা দিতে পারেনি এ অলরাউন্ডার।

সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন, আফগানিস্তানে বিশ্বমানের কয়েকজন স্পিনার রয়েছে। বাংলাদেশও সেরাটা দিয়ে খেলার চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি