ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

৩৪তম বিসিএস ফোরামের সভাপতি আজিজ সম্পাদক ইলিয়াছ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ৫ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৭:১৪, ৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

৩৪তম বিবিএস ফোরামের কমিটি গঠন করা হয়েছে। এর সভাপতি হয়েছেন বান্দরবনের সহকারী কমিশনার মো. আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. ইলিয়াছ হোসেন।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় ৩৪তম বিসিএস ফোরামের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। ৩৪তম বিসিএস ফোরামের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সহসভাপতি হিসেবে মো. কামরুল হাসান সোহেল (বিসিএস প্রশাসন), যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. শাহিনুর ইসলাম শাহিন (বিসিএস পুলিশ), সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আতিকুর রহমান (বিসিএস তথ্য) কে দায়িত্ব প্রদান করা হয়। কমিটি আগামী ২ বছরের জন্য দায়িত্ব পালন করবে বলে ফোরামের পক্ষ থেকে জানানো হয়।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মো. আবিদুর রহমান (বিসিএস প্রশাসন) এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মো. আসিফ ইকবাল (বিসিএস পুলিশ)।

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি