ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

৩৫ লাখ টাকায় ফ্ল্যাট দিচ্ছে বিটিআই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৪, ২৩ ডিসেম্বর ২০১৭

আবাসন মালিকদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে গত বৃহস্পতিবার  থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আবাসন মেলা ২০১৭। চলবে আগামী সোমবার পর্যন্ত। এবারের আবাসন মেলাতে ৩৫ লাখ টাকায় ফ্ল্যাট দিচ্ছে আবাসন প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস(বিটিআই)। আজ শনিবার মেলার তৃতীয় দিন। সকাল থেকেই ছিল ক্রেতা-দর্শনার্থীর সমাগম। দুপুরের পর থেকে বেশি আসেন শুরু করে ক্রেতা ও দর্শনার্থীরা।

আবসন মেলাতে ক্রেতা ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে বিভিন্ন ধরনের বিশেষ ছাড়ের অফার দিচ্ছে আবাসন কোম্পানিগুলো।

 এব্যাপারে জানতে চাইলে বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস (বিটিআই) বিক্রয় পরামর্শকারী মো. নাজমুল খুরশেদ খান একুশে টেলিভিশন অনলাইনকে বলেন, মেলা উপলক্ষে আমাদের সাভার স্মৃতিসোধ পাশেই ছায়াবীথি প্রকল্পে ৯৩৫ বর্গফুট আয়তনের ফ্ল্যাট ৩৫ লাখ টাকায় বিক্রির অফার দেওয়া হয়েছে।  বুকিংমানি মাত্র ৩ লাখ টাকা। সেই সঙ্গে ফ্ল্যাটের বুকিং দিলে দেওয়া হবে ৫০ হাজার টাকার গিফট ভাউচার এবং ফ্রি কিচেন কেবিনেট। তিনি বলেন, আমরা গ্রাহকদের পছন্দ বুঝে অ্যাপার্টমেন্ট তৈরি ও বুকিংয়ের পর তাদের হাতে তুলে দিতে কাজ করছি। ঢাকা মহানগরীসহ চট্টগ্রাম ও কুমিল্লায় তাদের বাণিজ্যিকসহ আবাসন প্রকল্প রয়েছে বলে বলেও জানান তিনি।মেলাতে কেমন সাড়া পেয়েছেন জানাতে চাইলে তিনি বলেন, অনেকে আমাদের প্রকল্পগুলো দেখছেন। বেশ সাড়া পাচ্ছি।শুক্রবার ও শনিবার ছুটির দিন থাকায় দর্শনার্থী ও ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় ছিলো। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য প্রবেশ দ্বার উন্মুক্ত থাকবে। মেলার ২০৩ টি স্টল কো-স্পন্সর হিসাবে অংশগ্রহণ করছে ২৪টি প্রতিষ্ঠান। আবাসন মেলার সবচেয়ে আকর্ষশীয় বিষয় হলো ক্রেতা ও দর্শনার্থীদের টিকিট কেটে প্রবেশ করতে হবে। সিঙ্গেল টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ১০০ টাকা। এন্ট্রি টিকিটের রাফ্রেল ড্র’তে প্রতিদিন থাকছে আকর্ষণীয় পুরস্কার

 

টিআর  


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি