ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা সেতু রেল সংযোগ’ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক

প্রকাশিত : ১৬:১৩, ৩ মে ২০১৬ | আপডেট: ১৬:১৩, ৩ মে ২০১৬

Ekushey Television Ltd.

প্রায় ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা সেতু রেল সংযোগ’ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক। পদ্মাসেতুর নির্মাণব্যয় থেকে ৭ হাজার কোটি টাকা বেশী খরচের এই প্রকল্পে ঢাকা থেকে যশোর ১৭২ কিলোমিটার নতুন মেইন লাইন তৈরি করা হবে। পদ্মাসেতু নিজস্ব অর্থায়নে হলেও রেল সংযোগ প্রকল্পটি হবে ২ শতাংশ সুদে চীনের দেয়া ঋণে। ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগে সরকার নিজস্ব ২৮ হাজার কোটি টাকার প্রমত্তা পদ্মায় সেতু নির্মাণ করছে। নীচে ট্রেন, ওপরে সব ধরনের গাড়ি চলাচলের দ্বিতল পদ্মাসেতুর ঢাকা থেকে যশোর রেল যোগাযোগের ৩৪ হাজার ৯৮৮ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিলো একনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় এই প্রকল্পটির অনুমোদন দেয়া হয়। মঙ্গলবার একনেকের সভায় ৪৪ হাজার কোটি টাকার ৯ টি প্রকল্প অনুমোদিত হয়। যার মধ্যে ৬ হাজার কোটি টাকার ঢাকা-খুলনা মহাসড়ক চারলেনে উন্নিতকরণের একটি প্রকল্পও রয়েছে। একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী বলেন, ২০১৮ সালে একইদিনেই শুরু হবে, পদ্মাসেতু দিয়ে ট্রেন ও গাড়ির চলাচল। পদ্মাসেতু নিজস্ব অর্থায়নে হলেও রেল সংযোগ প্রকল্পের বেশীরভাগ অর্থ দেবে চীন। পদ্মাসেতুতে২৮ হাজার কোটি টাকা হলেও রেলসংযোগ প্রকল্পে কেন প্রায় ৩৫ হাজার কোটি টাকা খরচ? প্রশ্ন ছিলো পরিকল্পনামন্ত্রীর কাছে। পরিকল্পনামন্ত্রী জানান, খাদ্যের দাম কমায় এপ্রিলে মূল্যস্ফিতি নেমেছে ৫ দশমিক ৬১ ভাগে, আগের বছরের এপ্রিলে ছিলো ৬ দশমিক ৩২। রমজান মাসেও জিনিসপত্রের দাম না বাড়ার আশা পরিকল্পনান্ত্রীর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি