ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

৩৬তম বিসিএসে নির্বাচিতদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫, ৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

৩৬তম বিসিএস পরীক্ষা ২০১৫ এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের (পিএসসি) বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সাময়িকভাবে নির্বাচিতদের স্বাস্থ্য পরীক্ষা আজ শনিবার থেকে শুরু হয়েছে। আজ থেকে শুরু হওয়া এ স্বাস্থ্য পরীক্ষা চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে বলা হয়, স্বাস্থ্য পরীক্ষা হবে- ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল এবং মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

তথ্য বিবরণীতে আরো বলা হয়েছে, আলাদাভাবে বিজ্ঞাপিত প্রার্থীদের নামে পর্যায়ক্রমে ডাকযোগে পত্র দেওয়া হচ্ছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য ১ - ২ ৭ ১ ১ - ০ ০ ০ ০ - ২ ৬ ৮ ১ এই কোড নম্বরে ট্রেজারি চালান মারফত ৫০ টাকা ফি জমা দিতে হবে।

 

আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি