ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৯শ ৯০

প্রকাশিত : ১৯:৫১, ৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৫১, ৭ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৯শ ৯০ জন। মঙ্গলবার দুপুরে সরকারি কর্ম কমিশন-পিএসসি’র ওয়েবসাইটে এই ফল প্রকাশ হয়। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল পাওয়া যাচ্ছে। আগামী ১২ মার্চ থেকে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হবে। ৩৬ বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৮০ জনকে নিয়োগ দেয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষায় ২ লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী অংশ নিলেও পাশ করে ১৩ হাজার ৮০৩ জন। গেল পহেলা সেপ্টেম্বর ২৪ অক্টোবর পর্যন্ত লিখিত পরীক্ষায় অংশ নেন উত্তীর্ণরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি