ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে খালেদা জিয়ার শ্রদ্ধা

প্রকাশিত : ১৫:৪৯, ১ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৪৯, ১ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সকাল সোয়া ১১টার দিকে সমাধি স্থলে আসেন বেগম জিয়া। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির নেতারা তার সঙ্গে ছিলেন। এ’সময় গণতন্ত্র প্রতিষ্ঠার শপথ নিয়ে মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা। পরে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক প্রতিকূলতা মোকাবেলা করে বিএনপি রাজপথে গণতান্ত্রিক আন্দোলন পরিচালনা করবে। পূর্নাঙ্গ কমিটি ঘোষণার পর দল আরো শক্তিশালী ও সুসংগঠিত হয়েছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি