ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

৪ দফা দাবিতে নৌযান শ্রমিকদের ধর্মঘট পালন

প্রকাশিত : ১৮:৩৩, ২৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:৩৩, ২৩ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

সরকার ঘোষিত মজুরি বাস্তবায়নসহ চার দফা দাবিতে মঙ্গলবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে নৌযান শ্রমিকরা। বাংলাদেশ নৌ শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে কর্মসুচী পালন করা হচ্ছে। এদিকে ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে সব ধরনের পণ্য খালাস বন্ধ হয়ে গেছে। বন্দরের বহি:নোঙ্গরে বর্তমানে বিভিন্ন পণ্য বোঝাই জাহাজ আছে ৭০টি। এদিকে নৌযান শ্রমিকদের ধর্মঘটের কারণে চট্টগ্রামের ১৮টি ঘাটে লাইটার জাহাজ থেকে পণ্য পরিবহনসহ অভ্যন্তরীন রুটে লাইটার জাহাজ চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন ঘাটে অলস সময় কাটাচ্ছে কয়েক শ’ লাইটার জাহাজ। নৌ শ্রমিক সংগ্রাম পরিষদের নেতারা জানিয়েছেন, দাবী না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি