ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

৪শ’ ১ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছে এ বছরের প্রথম হজ ফ্লাইট

প্রকাশিত : ১২:০২, ৪ আগস্ট ২০১৬ | আপডেট: ১২:০২, ৪ আগস্ট ২০১৬

৪শ’ ১ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছে এ বছরের প্রথম হজ ফ্লাইট। সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যায় এই ফ্লাইট। আগামী ৫ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে হজ ফ্লাইট। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭’শ ৫৮ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি। বাকিরা যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়। দুই ভাগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স যাত্রী পরিবহনের কাজ করছে। বিমানের ফিরতি ফ্লাইট শুরু হবে ১৭ই সেপ্টেম্বর। এরআগে বুধবার রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পে পবিত্র হজ কার্যক্রম-২০১৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি