ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

৪৩তম বিসিএস ক্যাডারদের যোগদানের তারিখ পেছাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৭, ২৮ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৪৩তম ব্যাচের বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরিতে যোগদানের তারিখ পিছিয়েছে সরকার। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানের তারিখ ১৭ নভেম্বরের পরিবর্তে ১ জানুয়ারি করা হয়েছে।

উল্লেখ্য, ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০২০ সালের ৩০ নভেম্বর। এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২১ সালের ২৯ অক্টোবর। ফল প্রকাশিত হয় ২০২২ সালের ২০ জানুয়ারি। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ জন।

৪৩তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন। ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি। পরে গত ১৫ অক্টোবর ২ হাজার ৬৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি