ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

৫০ লাখ রূপি অনুদান দিলেন টেন্ডুলকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫, ২৮ মার্চ ২০২০

প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে উদ্ধুত পরিস্থিতিতে দরিদ্র ও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এলেন ভারতের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের। করোনার বিপক্ষে লড়াইয়ের জন্য সাহায্য হিসেবে আজ ৫০ লাখ রুপি দিয়েছেন ক্রিকেট কিংবদন্তি টেন্ডুলকার।

প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লাখ রুপি সমানভাবে ভাগ করে দিলেন টেন্ডুলকার।

পিটিআইকে একটি সূত্র জানিয়েছে, ‘কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ করে অর্থ দান করেছেন টেন্ডুলকার। এটি তার সিদ্ধান্ত। দু’টো তহবিলেই দান করতে চেয়েছেন টেন্ডুলকার।’

টেন্ডুলকার ছাড়াও তাঁর সাবেক সতীর্থ, বর্তমানের বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীও করোনার বিরুদ্ধে লড়াইয়ে শামিল হয়েছেন। তিনি তাঁর রাজ্য পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোর দরিদ্র শিশুদের জন্য ৫০ লাখ রুপির সমপরিমাণ চাল সরবরাহের কথা ঘোষণা দেন। এগিয়ে এসেছেন বাংলার তারকা ক্রিকেটার লক্ষ্মী রতন শুক্লাও।

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাংসদ লক্ষ্মী তাঁর তিন মাসের বেতন ও পেনশন দান করে দিয়েছেন।

এছাড়াও ইরফান পাঠান ও ইউসুফ পাঠান বারোদা পুলিশ ও স্বাস্থ্য দফতরকে চার হাজার মাস্ক দিয়েছেন। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পুণের এক এনজিওর মাধ্যমে এক লাখ টাকা দান করেছেন।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি