ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

৮ বছরের শিশু বিশ্ববিদ্যালয়ের ছাত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫১, ১ জুলাই ২০১৮ | আপডেট: ১৬:৫২, ১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বেলজিয়ান বংশোদ্ভূত লরেন্ট সিমন্স মাত্র ৮ বছর বয়সেই উচ্চ মাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। ছয় বছরের পড়াশোনা সে শেষ করেছে মাত্র দেড় বছরে।

সিমন্সের বাবা বেলজিয়ান ও মা ডাচ। তারা জানান, সিমন্সের আইকিউ ১৪৫। ১৮ বছর বয়সীদের একটি ডিপ্লোমা সে অর্জন করেছে।

বেলজিয়ামের রেডিও আরটিবিএফকে লরেন্ট জানায়, তার প্রিয় বিষয় হলো গণিত। কারণ এটা অনেক বিস্তৃত, রয়েছে পরিসংখ্যান, ভূগোল ও বীজগণিত।

দুই মাস ছুটি কাটানোর পর বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে সিমন্সের। ছেলেটির বাবা জানান, শিশুকালে সিমন্সকে সমস্যায় পড়তে হতো। কারণ সে অন্যদের মতো খেলনা নিয়ে ব্যস্ত হতো না।

সিমন্স জানায়, একসময় সে ডাক্তার ও জ্যোতির্বিজ্ঞানী হতে চাইত। কিন্তু এখন সে কম্পিউটার নিয়ে কাজ করতে আগ্রহী। তার বাবা জানান, যদি সে একজন রঙমিস্ত্রীও হতে চায় তাতে আমাদের কোনও সমস্যা নাই।

সূত্র: বিবিসি

আরকে//

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি