ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

 আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ৬০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৮, ২৭ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

 

পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুধু বন্দুক হামলায়-ই নয়, টিয়ার গ্যাস ও গ্রেনেড হামলা চালিয়ে মুসলিমদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছেন ইসরায়েলি বাহিনী।

আজ শুক্রবার আল আকসা মসজিদে জুমার নামাজের পড়তে জড়ো হন মুসলিমরা। এসময় দুটি প্রবেশগেট বন্ধ করে দেয় ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় অন্তত ৪০ ফিলিস্তিনি আহত হয়েছেন।

জানা যায়, মসজিদে ৬০ সেনা প্রবেশ করে। এরপরই মসজিদটির মূল প্রবেশপথ বন্ধ করে দেয় তারা। এতে দুই থেকে তিনজন দেহরক্ষী আহত হয়েছেন বলে জানা গেছে। মসজিদের আল-ওয়াকফ কমিটি বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র: আল জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি