ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

অবশেষে বিশ্ব একাদশের হয়ে খেলবেন আফ্রিদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ২০ মে ২০১৮

Ekushey Television Ltd.

২৪ ঘণ্টার ভেতর নিজের মত পরিবর্তন করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। হাঁটুর ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ মে আসন্ন চ্যারিটি টি-২০ ম্যাচে বিশ্ব একাদশের হয়ে না খেলার কথা জানিয়েছিলেন আফ্রিদি। কিন্তু একদিন পরই জানালেন অবশ্যই বিশ্ব একাদশের হয়ে মাঠে নামবেন। ইনজুরি থাকলেও সতর্কতার সঙ্গেই বিশ্ব একাদশের হয়ে খেলবেন বলে জানালেন তিনি।

বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের এক টুইটে লেখা ছিল, আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম দুবাইতে। হাঁটু এখনও পুরোপুরি সেরে ওঠেনি। পুরোপুরি সেরে ওঠতে আরও ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগবে। আশা করছি এই সময়ের মধ্যে আমি পুরো ফিটনেস ফিরে পাবো। আমার জন্য দোয়া করবেন।

কিন্তু এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ৩৮ বছর বয়সী আফ্রিদি। শনিবার নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে আরেক টুইট বার্তায় নিশ্চিত করেছেন, ৩১ মে হোম অব ক্রিকেটে তিনি খেলবেন।

টুইট বার্তায় আফ্রিদি বলেন, বিশ্ব একাদশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমি খেলব। আমি মুসলমান এবং ক্রিকেটার হিসেবে এ ধরনের ম্যাচকে সমর্থন করি। চিকিৎসকের দেওয়া পুনর্বাসনের পরিকল্পনা মেনে চললে আমি শতভাগ সুস্থ থাকবো। আমার শক্তি অনুযায়ী সৃষ্টিকর্তা আমাকে পরামর্শ দিয়েছেন। তাই ৩১ মে হোম অব ক্রিকেটে আমি খেলবো।

প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে ভয়ঙ্কর প্রলয়ঙ্করী ঝড় হারিকেন ইরমা ও মারিয়া আঘাত হানে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় দেশটিতে, বিশেষ করে স্টেডিয়ামগুলোতে। ধ্বংসস্তুপে পরিণত হওয়া স্টেডিয়াম দুটি সংস্কারের জন্য তহবিল গঠনের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে বিশ্ব একাদশের একটি চ্যারিটি ম্যাচের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি, মেরিলবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ও ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বাংলাদেশের পক্ষ থেকে তামিম ইকবাল ও বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে বিশ্ব একাদশের দল থেকে বেশ আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার। সাকিবের পরিবর্তে বিশ্ব একাদশে সুযোগ পান নেপালের স্পিনার সন্দীপ লামিচান। ম্যাচটিকে এরই মধ্যে আন্তর্জাতিক টি–টোয়েন্টির মর্যাদা দিয়েছে আইসিসি।

বিশ্ব একাদশ

তামিম ইকবাল (বাংলাদেশ), শহীদ আফ্রিদি (পাকিস্তান), ইয়ন মরগান (ইংল্যান্ড, অধিনায়ক), লুক রঙ্কি (নিউজিল্যান্ড, উইকেটরক্ষক), শোয়েব মালিক (পাকিস্তান), দিনেশ কার্তিক (ভারত), হার্দিক পান্ডিয়া (ভারত), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), মিচেল ম্যাকলেনাগান (নিউজিল্যান্ড), রশীদ খান (আফগানিস্তান) ও সন্দীপ লামিচানে (নেপাল)।

ওয়েস্ট ইন্ডিজ দল

কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, মারলন স্যামুয়েলস, আন্দ্রে রাসেল, আন্দ্রে ফ্লেচার, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন (উইকেটকিপার), রায়াদ এমরিট, অ্যাশলে নার্স, কেমো পল, স্যামুয়েল বদ্রি ও কেসরিক উইলিয়ামস।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি