ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

অভিবাসীদের ‘গুলি’করতে নির্দেশ দেন  ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৬, ২ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.


সীমান্তে অভিবাসীর ঢল ঠেকাতে তাদের পায়ে গুলি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এমনটা করা অন্যায় হবে বলে জানিয়ে দেওয়া হয় তাকে। নিউইয়র্ক টাইমসের দুই সাংবাদিক মাইকেল শেআর ও জুলি ডেভিসের লেখা ‘বর্ডার ওয়ারস: ইনসাইড ট্রাম্প’স অ্যাসল্ট অন মাইগ্রেশন’বইয়ে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
 
বুধবার (২ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। বইটির লেখকদ্বয় বইটি লিখতে বেনামি সূত্রে ১২ জন মার্কিন সরকারি কর্মকর্তার সাক্ষাৎকার নিয়েছেন। সেসব বরাতে অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর মনোভাব প্রকাশ পায়।

অভিবাসীদের থামাতে সীমান্তে বৈদ্যুতিক বা কাঁটাতারের নিরাপত্তা এমনকি সাপ বা কুমির রেখে পরিখা স্থাপনের কথাও আসে মার্কিন প্রশাসনে। বইয়ে জানা যায়, ট্রাম্প তার সহযোগীদের বলেছিলেন সৈন্যরা যেন অভিবাসীদের পায়ে গুলি করে। তবে তাকে বলা হয় এটা বেআইনি।

এই অভিযোগের ব্যাপারে হোয়াইট হাউজের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। এদিকে, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য পেন্টাগন থেকে ৩.৬ বিলিয়ন ডলার বরাদ্দ পাওয়ার পর ট্রাম্প প্রশাসন এ ব্যাপারে কাজ শুরু করেছে।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি