ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

অস্টেরসান্ডসের বিপক্ষে আর্সেনালের বড় জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ১৬ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:২৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থানে নেই আর্সেনাল। তবে ইউরোপা লিগের শেষ ৩২ এর প্রথম লেগের নিয়ন্ত্রণ ভালোভাবেই নিলো দলটি। বৃহস্পতিবার সুইডেনের ক্লাব অস্টেরসান্ডসের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে ওয়েঙ্গারের শিষ্যরা।

সুইডিশ প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি আর্সেনাল। প্রতিপক্ষের মাঠে মাত্র ১৩ মিনিটে ওস্টারসুন্ডসকে পেছনে ফেলে আর্সেনাল। ডানদিক থেকে অ্যালেক্স ওবির শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল সহজেই জালে জড়ান নাচো মনোরেল। ২৪ মিনিটে পাপাগিয়ানোপোলোসের আত্মঘাতী গোলে ব্যবধান হয় দ্বিগুণ।

বিরতি থেকে ফিরে ওজিল ৫৮ মিনিটে গোল করে নিশ্চিত করেন সহজ জয়। বাকি সময় আর গোল না হলে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা।

এদিকে দিনের অন্য ম্যাচে এফসি কোপেনহেগেনকে ৪-১ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আর নিজেদের মাঠে ক্লাব লিপজিগের কাছে ৩-১ ব্যবধানে হেরে গেছে নাপোলি।

আগামী ২২ ফেব্রুয়ারি হবে ইউরোপা লিগ শেষ ৩২ এর দ্বিতীয় লেগ।

সূত্র: গোল ডট কম

একে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি