ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

আজ পিলখানা হত্যাকাণ্ডের ৮ বছর

প্রকাশিত : ১০:০২, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:০২, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

পিলখানা হত্যাকাণ্ডের ৮ বছর আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র“য়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ নিহত হয় ৭৪ জন। ২০১৩ সালের ৫ নভেম্বর বিশেষ জজ আদালতের রায়ে একশ’ ৫২ জনের ফাঁসি, একশ’ ৬১ জনের যাবজ্জীবন ও দুইশ’ ৬২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। নিন্ম আদালতের রায়ের পর এখন উচ্চ আদালতে ডেথ রেফারেন্সের শুনানি চলছে। দেশের ইতিহাসে একটি কালো অধ্যায় পিলখানা হত্যাকাণ্ড। ২০০৯ সালের ২৫ ফেব্র“য়ারি সকালে পিলখানায় তৎকালীন বিডিআর মহাপরিচালকের দরবার চলার সময় বিদ্রোহ করে বিডিআরের কতিপয় কর্মকর্তা ও সদস্য। মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে উঠে পিলখানাসহ আশপাশের এলাকা। চলে পরদিন ২৬ ফেব্র“য়ারি পর্যন্ত। এতে প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন। পিলখানা পরিণত হয় রক্তাক্ত প্রান্তরে। পরে গণকবর থেকে উদ্ধার করা হয় সেনা কর্মকর্তাদের মৃতদেহ। ওই ঘটনায় একই বছরের ২৮ ফেব্র“য়ারি লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা হয়। পরে মামলা দু’টি নিউমার্কেট থানায় স্থানান্তরিত হয়। বিচার হয় শুরু হয় বকসিবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে। ২০১৩ সালের ৫ নভেম্বর রায় হয় হত্যা মামলার। রায়ে ১৫২ জনকে ফাঁসি দেয়া হলেও উচ্চ আদালতে এখন ডেথ রেফারেন্সের শুনানি চলছে। নিন্ম আদালতের রায় কার্যকর হতে কতদিন লাগতে পারে, সেবিষয়ে কথা বলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এদিকে, আসামিপক্ষের আইনজীবীর দাবি, আপিলে অভিযুক্তরা খালাস পাবেন। ন্যায় বিচারের স্বার্থে এই মামলার দ্রুত আপিল নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে মনে করেন আসামি পক্ষের আইনজীবী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি